নেত্রকোণায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৯ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার : নেত্রকোণায় করোনা ভাইরাসের পরিস্থিতিতে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা, অযথা বাইরে ঘোরাফেরা করায় পথচারি  ও জরুরি প্রয়োজনে ছাড়া যানবাহন নিয়ে রাস্থায় নামার কারণে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড ছাড়াও মামলা করেছে।
এসময়  জেলা শহর ও কেন্দুয়া উপজেলায় পৃথক ৬টি ভ্রাম্যমান  আদালত ১৯ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৪৯  হাজার ৯শ টাকা টাকা জরিমানা করেছেন। এ নিয়ে গত তিনদিনে  নেত্রকোণায় ৫৫ জনকে ৮৭ হাজার ৩শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম জানান,বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন বিভিন্ন পয়েন্টে  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসেট্রট ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই  দন্ড দেন।
তিনি আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।