
বিশেষ প্রতিনিধি: দেশব্যাপী আক্রান্ত করোনা ভাইরাসের পরিস্তিতি মোকাবেলায় নেত্রকোণায় অসহায়, দরিদ্র, শ্রমজিবী কর্মহীন ও তৃতীয় লিঙ্গের তিন শতাধিক পরিবারের মাঝে টিম নৌকার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
দেশের ক্রান্তিলগ্নে করোনায় প্রতিরোধ অভিযানে নেত্রকোণা জেলার বিভিন্ন এলাকার শ্রমজিবী অসহায় ও দিনমজুরী পরিবারদের মাঝে সহযোগিতার দৈনিক কর্মসূচিতে মাঠে রয়েছেন যুবনেতা টিম নৌকার সম্বনয়কারী একেএম আজহারুল ইসলাম অরুন।
তিনি সোমবার জেলা শহরের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০০টি গরীব কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ ব্যাপারে টিম নৌকার সম্বনয়কারী ও যুবনেতা আজহারুল ইসলাম অরুন বলেন,বর্তমান সংকট মূহুর্ত সমাজের অসহায় ও হতদরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর সময় আমাদের পিছিয়ে থাকলে চলবে না। যার যার সামর্থ অনুযায়ী করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি নিয়ম অনুযায়ী আমাদের কর্মকান্ড অব্যাহত থাকবে।