
বিশেষ প্রতিনিধি: দেশব্যাপী করোনা সংক্রামণের কারণে নেত্রকোণা জেলা ছাত্রলীগের উদ্যাগে রোববার রাতে কর্মহীন ৫ শতাধিক দরিদ্র পরিবারকে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়জুর মুর্শেদ খান অমি ও সাধারণ সম্পাদক দেওয়ান জনি জানান, জেলা শহরের নাগড়া, সাতপাই, কাটলী রাজুর বাজার, ইসলামপুর, নিউটাউন বিলপাড়সহ শহরের বিভিন্ন এলাকায় ৫ শতাধিক পরিবারকে ৩ কেজি করে চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল, আলু ১ কেজি, লবণ ১ কেজি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান সহ বিভিন্ন সামগ্রী দেয়া হচ্ছে। তিনি আরো জানান, কর্মহীন খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।
জেলা ছাত্রলীগের প্রতিটি কর্মীকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। এসময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।