খালিয়াজুরীতে সর্দি জ্বর ও শ্বাসকষ্টে এক জনের মৃত্যু: নমুনা সংগ্রহ: বাড়ি লকঢাউন

স্টাফ রিপোর্টার: নেত্রকোণার খালিয়াজুরীতে সর্দি জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে (নৃপেন্দ্র সরকার (55) ) নামের এক জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ সন্দেহে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার খালিয়াজুরী উপজেলার বড়হাটি গ্রামের নৃপেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে মেয়ের বাসায় ঢাকায় অবস্থান করছিলেন। কিছুদিন আগে তিনি সর্দি জ্বর নিয়ে নিজ বাড়িতে আসেন। আজ শনিবার সকালে অসুস্থ অবস্থায় তিনি নিজ বাড়িতে মারা যান। মারা যাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসন শুনে তার বাড়িটি লকঢাউন করে দেয় ।


খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সাথে তার বাড়িটি লকঢাউন করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।