কেন্দুয়ায় তিন শতাধিক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কেন্দুয়া প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতিতে উদ্ভূত খাদ্য সংকট মোকাবেলায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তিন শতাধিক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন কল্যাণী ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া এলাকায় কল্যাণী ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও দুস্থ এসব পরিবারের সদস্যদের হাতে ৩ কেজি চাল, ১ কেজি আলু ও আধা কেজি করে ডাল তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নারীনেত্রী কল্যাণী হাসান। এ সময় ফাউন্ডেশনের কর্মী এইচএম মোমেন ভূইয়া, নীতিশ সূত্রধর, বিলকিস আক্তার, সীমা রাণী সূত্রধরসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রামের ৫ শতাধিক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে সংগঠনটি। এছাড়া কল্যাণী ফাউন্ডেশনের কর্মীরা উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক ও জীবাণুনাশক সাবান বিতরণ করে আসছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।