সাবেক প্রধান শিক্ষক দিলীপ দত্ত মজুমদারের জন্মদিন আজ

বিশেষ প্রতিনিধি: দিলীপ কুমার দত্ত মজুমদারের ছিয়াত্তরতম  জন্মদিন আজ। তাঁর পিতা হীরেন্দ্র চন্দ্র মজুমদার, মাতা অমিয় রানী মজুমদার, গ্রাম- রায়পুর,(জমিদার বাড়িতে) ডাক-রায়পুর, উপজেলা -বারহাট্টা, জেলা-নেত্রকোণা। জন্ম তারিখ -৩১/০৩/১৯৪৪ খ্রি. শিক্ষাগত যোগ্যতা- ম্যাট্রিকু্লেশন- ১৯৬০ খ্রি. সনে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ প্রাপ্ত হন বাউসী অর্দ্ধ চন্দ্র উচ্চ বিদ্যালয় হতে। আ. ই. সি ১৯৬২ সনে নেত্রকোনা সরকারি কলেজ হতে। ১৯৬৪ সনে আনন্দমোহন কলেজ ময়মনসিংহ হতে বি এস সি পাস করেন। বি. এড ১৯৭২- ১৯৭৩ সনে টিচার্স ট্রেনীং কলেজ ময়মনসিংহ হতে। শিক্ষকতায় যোগদানের তারিখ -০১/০৮/১৯৬৪ ইং সনে দি এডওয়ার্ড ইনস্টিটিউশন শিক্ষকতায় যোগদান করেন। ময়মনসিংহ স্কুলে যোগদান করে ২০/০২/১৯৬৫ ইং পর্যন্ত সহকারী শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন। পরে ২২/০২/১৯৬৫ ইং হতে ৩০/০৬/১৯৬৭ ইং তারিখ পর্যন্ত দত্ত উচ্চ বিদ্যালয় এ সহকারী শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন। ০১/০৭/১৯৬৭ ইং সন হতে ০৯/০৮/১৯৭০ ইং তারিখ পর্যন্ত সহকারী শিক্ষক হিসাবে আচমিতা জর্জ ইনস্টিউশনে, কিশোরগঞ্জে কর্মরত ছিলেন। ১০/০৮/১৯৭০ খ্রি হইতে চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ০১/০৯/১৯৮২ খ্রি. হতে ১৬/০৮/১৯৮৮ খ্রি. পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হন। পরবর্তীতে ০১/০১/১৯৯২ খ্রি. হতে ০৫/০৮/২০০৫ খ্রি. পর্যন্ত চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন। অবসর কালীন সময়ে ০১/০৮/২০০৭ খ্রি. ৩০/০৫/২০১৪ পর্যন্ত ফকির আশরাফ ডিগ্রি কলেজে খন্ডকালীন ইংরেজি শিক্ষক ছিলেন। বর্তমানে নেত্রকোণা শহরের নিজ বাসায় অবসর জীবন যাপন করছেন। আলোকিত এই শিক্ষকের জন্মদিনে শুভেচ্ছা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।