
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতায় অসহায় সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে মদন উপজেলার সেচ্ছা সেবক সংগঠন শিবাশ্রম সমাজ কল্যাণ সংঘ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণে রোববার উপজেলার বিভিন্ন জায়গায় সুবিধাবঞ্চিত ৫শ এর অধিক মানুষের মাঝে হাত ধোয়ার সাবান ও মাস্ক বিতরণ করেছেন।
সংগঠনের সভাপতি জুবায়দুর রহমান সৌরভ জানান, যাদের পক্ষে মাস্ক ও সাবান কেনা কষ্টকর তাদের জন্য আমাদের অর্থায়নে এ উদ্যেগ। করোনা ভাইরাস প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমাদের এ উদ্যেগ অব্যাহত থাকবে।