চার শতাধিক পরিবারে সুনামগঞ্জ চেম্বার্সের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:করোনা ভাইরাস প্রতিরোধ ও ঝুঁকি মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিত চার শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
শনিবার বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ প্রত্যেক সুবিধাবঞ্চিত কর্মহীন পরিবারের সদস্যদের হাতে ১০ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডালসহ ত্রাণ সহায়তা তুলে দেন।,
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্স’র পরিচালকবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।