নানান কর্মসূচীর মধ্যদিয়ে নেত্রকোণায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি: কেক কাটা আলোচনা সভা পুষ্পস্তবক অপর্ণসহ নানান কর্মসূচীর মধ্যদিয়ে নেত্রকোণায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত হচ্ছে।
সকাল আটটায় শহরের মুক্তারপাড়া মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতেতে পুষ্পস্তবক অপর্ণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোণা -২ আসনের এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,পুলিশ সুপার আকবর আলী মুন্সি, পৌরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ, নেত্রকোণা জেলা পরিষদ, পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডসহ বিভিন্ন সংগঠন।


এর আগে মুজীব বর্ষ উপলক্ষ্যে ১০০ মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে পালন করেছে নেত্রকোনা স্বেচ্ছা সেবক লীগ।
মঙ্গলবার প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে নেত্রকোণা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মারুফ খান অভ্র ও সাধারণ সম্পাদক খাইরুল হাসান লিটুর নেতৃত্বে এ কর্মসূচী পালন করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।