নেত্রকোণায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

সালাহ উদ্দিন খান : যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণায় ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মো.আবদুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মো.আকবর আলী মুনসী, পৌরমেয়র মো.নজরুল ইসলাম খানসহ জেলা-উপজেলা, পৌর শাখা আওয়ামীলীগ, জেলা কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবমহিলা লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী আইনজীবি পরিষদ, মৎস্যজীবি লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় শহরের পাবলিক হল মিলনায়তনে ঐতিহাসিক ৭মার্চ শিরোনামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পওে আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মো.আবদুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মো.আকবর আলী মুনসী, পৌর মেয়র মো.নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমীন, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা শামছুরনাহার বিউটি, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান প্রমুখ। এদিকে দলীয় কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।