ফসলরক্ষা বাঁধের প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

সাজিদুল হক রনি, ধর্মপাশা থেকে: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওর,জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর ও নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার চরহাইজদা হাওরের ফসলরক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় এই তিনটি উপজেলার বিভিন্ন ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন তিনি ঘুরে ঘুরে দেখেন। পাশাপাশি ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কাজ নিয়ে সাংবাদিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুজনদের সঙ্গে মতবিনিময় করেন। ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন কালে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট-সুনামগঞ্জের সংরক্ষিত নারী আসনের এমপি শামীমা শাহরিয়ার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এ এম আমিনুল হক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উত্তরপূর্বাঞ্চল) নিজামুুল হক ভুঁইয়া, সিলেট পওর সার্কেলের তত্তাবদায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, সুনামগঞ্জের জেলা প্রশাসক আবদুল আহাদ,পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো.সবিবুর রহমান,ধর্মপাশার ভারপ্রাপ্ত ইউএনও আবু তালেব,সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সাজ্জাদ আহমেদ ডিনার, হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলা কমিটির আহŸায়ক মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম পিকে,ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ,ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি চয়ন কান্তি দাস,যুগ্ম সম্পাদক সেলিম আহম্মেদ প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।