নেত্রকোণায় যুগান্তরের ২৩ তম প্রতিষ্টাবার্ষিকীতে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি: যুগান্তরের ২৩ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে বৃহষ্পতিবার সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রেসক্লাবের সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও যুগান্তরের জেলা প্রতিনিধি কামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি কাজি মোঃ আবদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার আকবর আলী মুনসি ও সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সঞ্জয় সরকার।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক একেএম আব্দুল্লাহ, জেলা প্রেসক্লাবের দপ্তর ও লাইব্রেরী সম্পাদক দিলওয়ার খান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক আনোয়ার জহির লিটন, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, জেলা স্বেচ্ছাসেবক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন খান আসাদ, জেলা উশু এসোসিয়েশন এর যুগ্ন সম্পাদক ও কলেজ শিক্ষক মনিরুজ্জামান বাবুল, কলেজ শিক্ষক দীপক সরকার, সমকালের সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, মানবজমিন প্রতিনিধি কবির হোসেন চাঁন মিয়া, চ্যানেল আই প্রতিনিধি জাহিদ হাসান, ডেইলী সান প্রতিনিধি আনোয়ার হোসেন চৌধুরী, এনটিভির স্টাফ প্রতিনিধি ভজন দাস, একুশে টিভির প্রতিনিধি মনোরঞ্জন সরকার, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, বিটিবি’র প্রতিনিধি শিমুল মিলকী, অবজারভার প্রতিনিধি সুজাদুল ইসলাম ফারাস, বাংলার নেত্র পত্রিকার বার্তা সম্পাদক তোফাইল ইসলাম শাহীন, মাইটিভির প্রতিনিধি আনিসুর রহমান, চ্যানেল ২৪ প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ, আমাদের সময় প্রতিনিধি আজহারুল ইসলাম বিপ্লব, ৭১ টিভির প্রতিনিধি সুব্রত সুমন, দেশ রূপান্তর প্রতিনিধি কেএম সাখাওয়াত হোসেন, নিউজ ২৪ প্রতিনিধি সুহান আহমেদ কাকন, এসএ টিভি প্রতিনিধি সুবল চন্দ্র দাস, বৈশাখী টিভির প্রতিনিধি সানাউল হক সানি, খোলা কাগজ প্রতিনিধি সালাহ উদ্দিন খান রুবেল, এটিএন নিউজ প্রতিনিধি শামীম আহমেদ, দেশ টিভির প্রতিনিধি মাহমুদুল হাসান, ৭১ বাংলা টিভির প্রতিনিধি পাপ্পুু মজুমদার, বাংলা নিউজ ২৪ প্রতিনিধি আব্দুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি ইকবাল হোসেন, খবরপত্র প্রতিনিধি মোনায়েম হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান। একমাত্র যমুনা গ্রুপের এক টাকাও সরকারের ঋণ খেলাপ করেনি। এই গ্রুপের অন্যতম প্রতিষ্টান যুগান্তর বাংলাদেশের মিডিয়া জগতের প্রধান পত্রিকা। সত্য প্রকাশে অবিচল থেকে যুগান্তর এগিয়ে যাক যুগ থেকে যুগান্তরে। যুগান্তরের সফলতা কামনা করেন উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।