কলমাকান্দায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্টিত

বিশেষ প্রতিনিধি:  কলমাকান্দা থানার উদ্দ্যেগে পুলিশের নানা কর্মকান্ডের জবাবদিহিতায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।  ২৬ জানুয়ারি রোববার দুপুরে থানা চত্তরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ওসি মো. মাজহারুল করিমের এর সভাপতিত্বে ও সঞ্চালনায় ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা -দুর্গাপুর সার্কেল এর এএসপি মাহমুদা শারমিন নেলী।
অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন, একেএম হাদিছুজ্জামান হাদিছ, মো. ওবায়দুল হক, আব্দুল কুদ্দুছ বাবুল, কৃষকলীগ নেতা মো. আবুল কালাম আজাদ, কলমাকান্দা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস, ব্যাংকার মো. মনিরুজ্জামান মনির, ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ। এছাড়াও গণমাধ্যমকর্মীসহ শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়াও রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আসার পথে কলমাকান্দার রাজনগর এলাকা থেকে অবৈধ পথে আসা ৬০টি ভারতীয় গরু আটক করেছেন ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।