দুর্গাপুরে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌরশহরে অবস্থিত ‘‘দুর্গাপুর দ্বীনি আলীম মাদ্রাসা’’ এর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। ভিত্তিপ্রস্তর পুর্ব আলোচনা সভায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে, শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সিনি: সহ-সভাপতি উসমান গনি তালুকদার, মো. এমদাদুল হক খান, মো. আলী আসগর, শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিজানুর রহমান, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, মাদরাসা অধ্যক্ষ মো. আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সহ:প্রকৌশলী আব্দুল বাতেন খান, ইঞ্জিনিয়ার সফিউল বাশার প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার মান সম্মত শিক্ষা প্রদানের লক্ষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছেন। একটি জাতীকে সামনে এগিয়ে নিতে মান সম্মত শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নাই। দেশকে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা প্রদানে আহবান জানানো হয়। পরবর্তিতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর কাছে মাদ্রাসার নানাবিধ সমস্যা সমাধানের বিষয় গুলো তুলে ধরা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।