দুর্গাপুর পুলিশের প্রথম নারী সার্কেল অফিসার নেলী

সৌমিন খেলন : নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় সার্কেল অফিসার হিসেবে যোগদান করেছেন সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী। সোমবার (১৩ জানুয়ারি) সকালে নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ প্রধান মো. আকবর আলী মুুনসী পুলিশ কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন) দায়িত্বে থাকা পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার (এসপি) এস.এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল (সদর সার্কেল), মো. আল-আমিন (সদর) প্রমুখ। পরে পুলিশ কর্মকর্তা নেলী নতুন কর্মস্থল দুর্গাপুর সার্কেল অফিসে যোগ দেন। তার এরই যোগদানের সাথে সূচনা হলো জেলা পুলিশে উপজেলা পর্যায়ে কোনো নারী পুলিশ কর্মকর্তার কর্মময় জীবন। সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী এরআগে ২০১৮ সালের জানুয়ারির ১৭ তারিখ থেকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির কার্যালয়ে স্টাফ অফিসার হিসেবে দায়িত্বপালন করছিলেন।
নতুন কর্মস্থলে যোগদান নিয়ে নেলী বলেন, দুর্গাপুর সার্কেলর আওতাধীন কলমাকান্দা ও দুর্গাপুর থানা দু’টিই ভারত সীমান্তবর্তী এলাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ থানাগুলোর দায়িত্ব সুচারুভাবে পালন করতে চাই। সেক্ষেত্রে প্রয়োজন হবে আমার সহকর্মী থেকে শুরু করে আপামর জনতার। আশা করছি অপরাধমূলক সকল ধরণের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সমাজ রাষ্ট্র রক্ষায় স্থানীয়রা আমাকে সহযোগিতা করবেন। খুব শীঘ্রই সব শ্রেণি পেশার মানুষকে নিয়ে বসে পরিচিতি পর্বে খোলামেলা কথা বলবো। অপরাধীদের হুশিয়ারি দিয়ে এই নারী পুলিশ কর্মকর্তা বলেন- মুজিব বর্ষকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের জন্য স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। জনগণের পুলিশ হয়েই কাজ করে যেতে চাই। যেন যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও জনগণ ভাবতে পারে পুলিশ সহযোগিতা করার জন্য তাদের পাশে আছে। সেবা নিতে এসেও যেন কেউ কোনো ভয়ভীতি নিয়ে ফিরে না যায় সেইদিকে সজাগ দৃষ্টি রাখবো সবসময়। এটাই হবে মুজিব বর্ষের জনতার উপহার। নারী ও শিশুদের ব্যপারে বিশেষ গুরুত্ব দিতে চান নেলী। ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকার আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন- যতদিন সার্কেল অফিসার হিসেবে এ চেয়ারে থাকবো কোনো থানায় কোনো ইউনিয়ন বা গ্রামে অপরাধ করে কেউ পাড় পাবে না ; সে যেই হোক। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও ইভটিজিং কোনো অপরাধের সাথে আপস চলবে না।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।