নেত্রকোণায় নতুন বই বিতরণ উৎসব

বিশেষ প্রতিনিধি: বছরের প্রথম দিন নেত্রকোণায় প্রতিটি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে। জেলার ৪৬ লাখ ১৫ হাজার বই বিতরণের মাধ্যমে বই উৎসব শুরু হয়। তবে শিক্ষার্থীর চাহিদার তুলনায় প্রায় ৭০ হাজার বই কম দেয়া হয়েছে।
বুধবার সকালে নেত্রকোনার ঐহিত্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে সিঃ সহকারী শিক্ষিকা সেলিনা পারভীনের সঞ্চালনায় বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবীর সাজু, সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকল শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি নতুন বই তুলে দেন। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা খুবই আনন্দিত, পুলকিত।


জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কার্যালয় জানিয়েছে, জেলায় মোট ৪৬ লাখ ৮৪ হাজার ৭৫৮ টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরে ১৭ লাখ ১ হাজার ৯১৩ টি বইয়ের মধ্যে সব বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ২১ লাখ ৮২ হাজার বইয়ের মধ্যে ৫০ হাজার বই কম রয়েছে। এছাড়াও দাখিল পর্যায়ে ৪ লাখ ২২ হাজার ৬০০ বইয়ের মধ্যে ১৯ হাজার ৬০০ বই কম রয়েছে।
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল গফুর জানান, যে বই কম রয়েছে তা কয়েকদিনের মধ্যে ঢাকা থেকে আসার পর শিক্ষার্থীদের হাতে তা তুলে দেয়া হবে।
সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী বলেন, শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন প্রজন্মকে লেখাপড়া শিখে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আগামীর বাংলাদেশ বির্নিমাণে আজকের এই শিক্ষার্থীদের তৈরী হতে হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।