শিক্ষা সহ সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে- মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 

বিশেষ প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে বিদ্যালয়ের অবকাঠামো সহ প্রয়োজনীয় সকল বিষয়েকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তাঁর নেতৃত্বে দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রেই আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। কৃষি,যোগাযোগ, মৎস্য ও প্রাণিসম্পদেও আজ আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন এগুলো বিদেশে রপ্তানি করতে সক্ষম হচ্ছি। জননেত্রী শেখ হাসিনার জন্যই আজ এই সকল কিছুই সম্ভব হয়েছে।বছরের শুরুতেই সারাদেশের প্রতিটি বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করছে সরকার।

বুধবার দুপুরে ঠাকুরাকোণা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিদুৎ,পানি সরবরাহ,স্যানিটেশান সুবিধাসহ চারতলা  বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অ্যাপোলো কেয়ার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মানিক, টিম নৌকার জেলা সভাপতি আজাহারুল ইসলাম অরুণ, ঠাকুরাকোণা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা, আব্দুস ছামাদ, প্রধান শিক্ষক কে, এম সাদেকুর রহমান,ঠাকুরাকোনা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুবল সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব প্রমূখ। এলাকাবাসী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থী শিক্ষকবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান জানান,২ কোটি ৭৩ লক্ষ্য ৯১ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারতলাবিশিষ্ট একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।