কারিতাস ময়মনসিংহে পথশিশুদের নিয়ে মিডিয়া ক্যাম্পেইন

দেলোয়ার হোসেন,ময়মনসিংহঃ কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পথশিশুদের স্বপ্নের রূপায়ন প্রকল্প এ মিডিয়া ক্যাম্পেইন পথশিশুদের জন্মনিবন্ধন ও অধিকার সংরক্ষণে প্রশাসন, মিডিয়া ও কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আজ রবিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে শিশু সুরক্ষা কমিটির সভাপতি আলী আকবর বাবনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ন কবির। এতে বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন,সদর উপজেলা সমাজ সেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান হিল্লোল নকরেক, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের জেন্ডার বিয়ষক কর্মসূচী কর্মকর্তা রোজিনা রংমা বক্তব্য রাখেন।
ক্যাম্পইনে বক্তরা পথ শিশুদের জন্ম নিবন্ধন, শিশু অধিকার ও শিশুতের জীবন মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করে জন প্রতিনিধি, সমাজের বিত্তবান ও মিডিয়া কর্মীদের সরকারের পাশাপাশি তাদের এগিয়ে আসার আহবান জানান।
মিডিয়া কর্মী, শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা এতে অংশ নেয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।