নানা আয়োজনে মদনে মহান বিজয় দিবস পালিত

মদন প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার মদন উপজেলা প্রশাসনের উদ্যেগে সোমবার মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, মদন প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। জাহাঙ্গীরপুর সরকারি টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান শরীরচর্চা ও কুচকাওয়াজ প্রদর্শন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।