
বিশেষ প্রতিনিধি: আমাদের নেত্রকোণা অঞ্চলের সকল সংস্কৃতি রক্ষায় যার যার সেক্টর থেকে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি। জেলার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ২দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে গাড়ো সম্প্রদায়ের সর্বোচ্চ সম্মান ‘তিলক ও খুতুব’ পড়িয়ে দেয়া হয় অতিথিদের।
পরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মৎস ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় মৎস কর্মকর্তা ড. আব্দুল মজিদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও ফারজানা খানম, জেলা পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম শফিক, ওসি মিজানুর রহমান, আদিবাসী গবেষক রেভা: মনিন্দ্র নাথ মারাক, আদিবাসী নেতা জর্নেস চিরান, এডলফ মারাক, একাডেমির পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, নারীনেত্রী লুদিয়া রুমা সাংমা প্রমুখ। আলোচনা শেষে, আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।