
মুন্নি আক্তার লিমা ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা চালিয়েছে।
এতে ত্রিশাল কোনাবাড়ী চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ৪ জনকে গুরুতর আহত করা হয়েছে। এ হামলার ঘটনায় আহত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের ছেলে গোলাম কিবরিয় অরফে নিপুন বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছে।
জানাগেছে, ২৩ নভেম্বর শনিবার সকালে কোনাবাড়ী চরপাড়া মৌজার ৩৩৪৯ দাগের জমিকে কেন্দ্র করে পাশ্ববর্তী আব্দুল আজিজের নির্দেশে সবুজ মিয়া, এমদাদুল হক, সাঈম, বজলুর রশিদসহ ১৩ জন জমি দখলকারীরা হামলা চালায়।
এতে কোনাবাড়ী চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল নোমান, সোলাইমানকে গুরতর আহত করেন। আহতদেরকে ত্রিশাল উপজেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
উল্ল্যেখ মামলার বাদী গোলাম কিবরিয় অরফে নিপুন আরও জানান, হামলার পর হামলা কারীদের হুককির কারণে কোনাবাড়ী চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহত সাইফুল ইসলাম স্কুলে যেতে পারছে না। বিবাদীয় চক্রান্তমূলক আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।