
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ব্যবসায়ীকে চৌদ্দ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের ফকিরের বাজারে অভিযান চালিয়ে বারহাট্টা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া উম্মুল বানিন এ জরিমানা করেন।
তিনি জানান, কৃত্রিম সংকট তৈরির চেষ্টায় লবণের অবৈধ মজুদদার পিন্টু সাহাকে পাঁচ হাজার, অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে টিটু মিয়াকে পাঁচ হাজার, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।