নেত্রকোণায় গুজবের বিরুদ্ধে জেলা পুলিশের পথসভা

স্টাফ রির্পাটার: দেশে চলমান লবনের মূল্য বৃদ্ধির গুজব সহ সব ধরণের গুজবের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ বিভিন্ন ধরণের কর্মসূচী হাতে নিয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে শহরের মেছুয়া বাজার এলাকায় সকল ব্যবসায়ীদের সাথে তাৎক্ষনিক পথ সভা করেছে। এ সময় ব্যবসায়ীদের সাথে মূল্য বৃদ্দি না করার জন্য আহবান করেন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি।
দুপুর বারোটার দিকে নেত্রকোণায় শহরের মাছ বাজার এলাকায় বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের সচেতন করেন তারা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মাদ শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল, পৌর কাউন্সিলর শেখ হেলাল উদ্দিন, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন সহ ব্যবসায়ী নেতারা উপসিস্থত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি বলেন, গুজব ছড়িয়ে পণ্যের মূল্য বেশি রাখলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের জানালে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও বিভিন্ন বাজারে পুলিশের বিভিন্ন লোক ছদ্দবেশে কাজ করবে কেউ পন্যের মূল্য বৃদ্দি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।