নেত্রকোণায় স্থলবন্দর চালুর দাবিতে সাংবাদিক সম্মেলন

বিশেষ প্রতিনিধি: জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব রেস্টুরেন্টে বিজয়পুর স্থলবন্দর উন্নয়ন কমিটির উদ্যোগে শুক্রবার সকালে স্থলবন্দরটি চালু, এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন-বিজয়পুর স্থলবন্দর উন্নয়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুল আজিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সাইফ, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, সহসভাপতি দেব শংকর রায় দেবু, উপদেষ্টা মশিউর রহমান, মো. শহীদুল্লাহ শহীদ প্রমুখ। এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ মো. আনিস মল্লিক, প্রচার সম্পাদক মো. আমজাদ হোসেন খান নাইম, মহিলা সম্পাদিকা মনি কর্মকার, সহ সম্পাদিকা কারিনা বেগম বিজলী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খান দুলালসহ সংঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত ২০১৬ সাল থেকে জেলার দুর্গাপুরের বিজয়পুরের স্থলবন্দরটি বন্ধ রয়েছে। এতে করে ওই বন্দরে কর্মরত অনেক মানুষ বেকার জীœযাপন করছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।