সচেতনতা বাড়াতে নেত্রকোণায় জেলা পুলিশের আলোচনা,লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি: “সড়ক পরিবহন আইন মানবো, নিরাপদ সড়ক গড়বো” শ্লোগানে নেত্রকোণায় সড়ক পরিবহন আইনের প্রতি সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর ও সাম্প্রতিক বিষয়সমূহ নিয়ে মোটরযান মালিক-চালক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দের সাথে অপরাধ, বিচার ও দন্ড সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মসূচি সফল করতে জেলা শহরের বাসস্ট্র্যান্ড এলাকায় সকাল ১১টায় পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী’র সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) এসএম আশরাফুল আলম পিপিএম-সেবা,অতিরিক্ত পলিশ সুপার (সদর সার্কেল)মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার,সদর মো: আলামিন হোসাইন, বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছাইদুর রহমান,জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদব আলী, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী বলেন, নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর, অপরাধ, বিচার ও দন্ড সম্পর্কে মোটরযান মালিক-চালক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দের আরো সচেতনতা বাড়ানো দরকার। পরিবহন বিষয়ক নিয়ম সম্পর্কে চালকদের মাঝে সচেতনতা,দক্ষতা বাড়াতে হবে। সড়ক পরিবহন আইনের প্রতি সচেতনতা বাড়াতে সবাইকে আরো এগিয়ে আসতে হবে। এই আইন কার্যকর হলে দুর্ঘটনা কমবে, সড়কের ঝুঁকি কমবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।