নেত্রকোণায় সমবায় দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার নেত্রকোণায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন, সমবায় বিভাগ, জেলা সমবায় ইউনিয়ন ও সমবায়ীদের উদ্যোগে শনিবার বেলা ১১টায় পাবলিক হলের সামনে জাতীয় সঙ্গীত ও সমবায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হল মিলনায়তনে অলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালি শেষে জেলা সমবায় অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিহা সুলতানা, বিশিষ্ট শিক্ষাবিদ যতীন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, ডাঃ এম এ হামিদ খান, জেলা আওয়ামীলীগর দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম বজলুল কাদের শাহজাহান, মুক্তিযোদ্ধা নূরুল আমীন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ অন্যন্য নেতৃবৃন্দ।
দুর্গাপুর প্রতিনিধি জানান, নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সমিতির সদস্যদের আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবস পালিত হয়। বারহাট্টা প্রতিনিধি জানান,এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র‌্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর সভাপতিত্বে ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সমবায় কর্মকর্তা সত্যরঞ্জন দাস, উপজেলা তথ্যসেবা অফিসার জান্নাত আরা পপি প্রমুখ।
নেত্রকোণার বারহাট্টায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্য কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস শনিবার পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা । উপজেলা অডিটরিয়াম হলরুমে ইউএনও গোলাম মোরশেদের সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারি পরিদর্শক পান্না আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, ভাটগাও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কর্মী মহিবুর রহমান, দরুন সাহতা গ্রামের কর্মী শিরিন, সোনাউল্লারচরের গ্রামের কর্মী শাহ আলম, বরুহাটী গ্রামের কর্মী শরিফ, গন্ধর্বপুর গ্রামের কর্মী জীবন সাহা, ডেমুরা মৎস্যজীবি সমবায় সমিতির সেলিম মাহমুদ প্রমুখ।
এদিকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসন সমবায় বিভাগের উদ্যেগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে পাবলিক হলে ইউএনও মোঃ ওয়ালীউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমবায় কর্মকর্তা খাইরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ আল আমীন তালুকদার প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।