
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট ও অবৈধভাবে জমি জবরদখলের প্রতিবাদে এবং ভূমিদস্যু ও চাঁদাবাজ সালাহউদ্দিন সরকারের বিচারের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যরা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার নূর মোহাম্মদ, খন্দকার মোকাদ্দেস হোসেন ও আমিনুল ইসলাম খন্দকার লিখিত অভিযোগে বলেন, ভূমিদস্যু সালাহউদ্দিন সরকার পূর্বপরিকল্পিতভাবে ৫০/৬০জনের সন্ত্রাসী নিয়া বাড়িঘরে হামলা চালায় এবং নূর মোহাম্মদের ৩২ শতাংশ জমি ও পাঁকা ঘর জবরদখল করে নেয় এবং সন্ত্রাসীদের ভয়ে নূর মোহাম্মদের পরিবার বাড়ি যেতে পারছেন না।
এ ব্যাপারে ভালুকা থানায় অভিযোগ করলে সন্ত্রাসী সালাহউদ্দিন তাদেরকে হত্যার হুমকি দেয়। এমতাবস্থায় প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।