কলমাকান্দা সীমান্তে ৫৩টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ও খারনৈ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যৌথ অভিযানে শনিবার ভোরে ৫৩টি চোরাই ভারতীয় গরু আটক করেছেন।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোরে লেংগুরা ও খারনৈ সীমান্ত ফাঁড়ির সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় কালাপানি নামক স্থানে মেইন পিলার-১১৭১/৮ এস এর পাশ দিয়ে একদল পাচারকারী ভারতীয় গরু নিয়ে সীমান্ত পার হচ্ছিল। টহল দলের অবস্থান টের পেয়ে তারা ৫৩টি ভারতীয় গরু রেখে পালিয়ে যায়।
নেত্রকোনা ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ বলেন, গরুগুলো আটকের সময় কাউকে পাওয়া যায়নি। সেগুলো নেত্রকোনা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।