নেত্রকোণায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালি

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা পৌরসভার উদ্যোগে রোববার ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন-নিশ্চিত হোক সুস্থ্য জীবন প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৯ পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর সচিব মোহাম্মদ ফারুক ওয়াহিদ সুমনের সভাপতিত্বে এবং সার্ভেয়ার রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সঞ্চালনায় পৗরসভা প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর মেয়র আলহাজ¦ মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্যানেল মেয়র-১ মো. আমির বাশার, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, সংরক্ষিত নারী কাউন্সিলর শিমুল চৌধুরী বেবী, শামীম আরা বেগম, পৌর কাউন্সিলর আবুল কালাম খোকন, আবদুল হেলিম, মো. ফজলুল হক, মো. হেলিম, পৌর প্রকৌশলী কাজী নুরননবী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আলহাজ¦ মো. নজরুল ইসলাম খান বলেন, পৌর এলাকায় শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। পৌর এলাকার বস্তিগুলোতে উন্নত স্যানিটেশন, সুপেয় পানি, সড়ক নির্মানের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নাগরিকদের সুস্থ্য ভাবে জীবন যাপনের লক্ষে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।