নেত্রকোণায় বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্ধোধন

বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউজিআইআইপির আওতায় সাতপাই রেলওয়ে কলোনী বস্তি উন্নয়ন কার্যক্রম মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ¦ মো. নজরুল ইসলাম খান।
সংরক্ষিত নারীকাউন্সিলর শামীম আরা বেগমের সভাপতিত্বে এবং সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর মেয়র আলহাজ¦ মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর প্রকৌশলী কাজী নুরননবী, ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিডিএ আফরোজউন্নাহার, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত শরীফ, ট্যাক্স কর্মকর্তা কামরুল হাসান মামুন, বস্তি উন্নয়ন কমিটির সহ-সভাপতি চম্পা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র আলহাজ¦ মো. নজরুল ইসলাম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ রেলওয়ে বস্তিবাসীর উন্নয়ন হচ্ছে। বস্তিবাসীর উন্নত জীবনমানের লক্ষে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনসহ সকল ধরনের সুযোগ সুবিধা নিশিচত করা হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।