
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের খাসিকোনা গ্রামে সজিদা খাতুন (৬২) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সজিদা ওই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী।
জানা গেছে, সোমবার রাতে সজিদা খাতুন তার নিজ বসতঘরে ঘুমিয়েছিলেন। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। পরে তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। তারা হলÑ নিহতের ভাশুরের ছেলে ফজলু মিয়া এবং প্রতিবেশী মোফজ্জল হোসেন।
বারহাট্টা থানার ওসি বদরুল আলম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতা এবং মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকা- ঘটেছে। এ রিপোর্ট লেখার সময় মামলার প্রস্তুতি চলছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।