কলমাকান্দায় জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস পালিত

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যে জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে। এসময় র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো.আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আফরোজা বেগম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।