মাদক সন্ত্রাস থেকে দূরে রাখার লক্ষ্যে নেত্রকোণার কাটলীতে মিনি ফুটবল টুর্ণামেন্ট

বিশেষ প্রতিনিধি : তরুণ ও যুব সমাজকে মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে দূরে রাখার লক্ষ্যে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের উদ্যোগে কাটলীস্থ দত্ত উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহন করে। বরিবার বিকালে সুপার ষ্টার বনাম কিং ষ্টার দলের ফাইনাল খেলায় কিং ষ্টার ১-০ গোলে সুপার ষ্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন তানীম। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম খান শুভ্র, আখতারুজ্জামান টনি, মোঃ করিম, ওবায়দুল হক মুন্না, মোঃ লুৎফুর রহমান, সহ সম্পাদক সৈয়দ আল রাকিব, নওরোজ ফারহান, মোঃ দ্রুব সরকার, তানভীর হোসেন বাঁধন, জাহিদ হাসান প্রান্ত, সাইফুল ইসলাম লালন, আবীর হোসেন মামুন, মুন্তাসির হোসেন সোহান, সৈকত পূরাকায়স্থ, সানোয়ার সাক্লাইন, সাকিব হাসান রনি, ফুয়াদ হাসান, সুলতান মাহমুদ শার্লী, সাইনুল হক তুহিন, মোঃ ইব্রাহিম, মোঃ শাহ্ আলম প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।