ময়মনসিংহে আশা জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

দেলোয়ার হোসেন,ময়মনসিংহ: ময়মনসিংহে চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্রদের মাঝে এককালীন আশা নামক একটি বেসরকারী উন্নয়ন সংস্থা বৃত্তি প্রদান করেছে।

রবিবার সকালে আসপাডা ট্রেনিং সেন্টারে অভিভাবকদের উপস্থিতিতে এসকল শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।

আশা এর কর্মকর্তারা জানান এবারের বৃত্তি প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার মোট ৪৭জন শিক্ষার্থীর হাতে জনপ্রতি দশ হাজার টাকা করে সর্বমোট চার লক্ষ সত্তর হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র ময়মনসিংহ ডিভিশনাল ম্যানেজার শ্যামল কুমার ধর। এসময় বিশেষ অতিথি হিসেবে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিক এবং আশা’র জয়েন্ট ডেপুটি ডিরেক্টর এএসএম তৌহিদ উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আয়োজক সূত্রে আরও জানা যায় এবছর সারা দেশে আশা সংস্থা কর্তৃক ১৭৫৮জন জিপিএ-৫ প্রাপ্ত দরদ্রি ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার অংশ হিসেবে আজকের এই আয়োজন। ২০১৯-২- অর্থ বছরে সামজিক দায়বদ্ধতা ততা সিএসআর কর্মসূচি বাস্তবায়নে ৯৭কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন আশা’র কর্মকর্তাবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।