
বিশেষ প্রতিনিধি : অবৈধ পথে ভারত থেকে নেত্রকোনার দুর্গাপুরে আসা সত্তর বোতল ফেনসিডিলসহ মো. সাগর বাদশা নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
রোববার সকালে দুর্গাপুর উপজেলার ছনগড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। বাদশা একই গ্রামের মো. আইনুল হকের ছেলে।
নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নূর এ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউল হকসহ ফোর্সদের নিয়ে ছনগড়া গ্রামে অভিযান চালানো হয়।
পরে সেখানে বাদশাকে সত্তর বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।