লেঙ্গুরা সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে সাংমা প্রু নামে এক ব্যক্তিকে আটক করেছে বিএসএফ

বিশেষ  প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে সাংমা প্রু নামের এক ব্যক্তিকে আটক করেছে বিএসএফ।

বিষয়টি লেঙ্গুরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা কাউবাড়ি গ্রামের ফ্রেমান্টহাচ্ছা’র ছেলে সাংমা প্রু (৩৫) সীমান্তে ১১৭১ নং পিলার থেকে ১৫০ গজ দুরে চলে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
বিষয়টি উদ্বোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।