বিশ টাকা বেশি রাখায় জড়িমানা দিলেন দশ হাজার

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে পিঁয়াজের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে শনিবার সন্ধায় এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নেত্রকোনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহা আলম জানান, ঠাকুরাকোণা এলাকার শতরশ্রী গামের আঞ্জমান আরার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। শাহা আলম আরো জানান,অভিযান পরিচালনাকারী দল তাৎক্ষনিক দোকানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত লিটন সাহার স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযোগকারীকে জরিমানার ২৫℅ হিসেবে ২৫০০ টাকা প্রদান করা হয়।


অভিযোগকারী আঞ্জমান আরা জানান, পিঁয়াজের মূল্য দোকানের মূল্য তালিকায় ৭৫ টাকা লিখা সত্বেও তার কাছ থেকে ১০০ টাকা কেজি দাম চায় এবং ৯৫ টাকা করে মূল্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহা আলম, জেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল হকসহ পুলিশ সদস্যগণ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।