সম্মেলনের মাধ্যমে গৌরীপুর উপজেলা আ.লীগের কমিটি গঠনের দাবি

গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগসহ সকল ইউনিটের কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের দাবি জানিয়েছে উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। শুক্রবার (১৮অক্টোবর) বিকালে উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের ব্যানারে গৌরীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে আরো গতিশীল রাখতে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমরা শোনতে পাচ্ছি কেউ কেউ ঊর্ধ্বতন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে বোঝাতে চাচ্ছেন গৌরীপুর উপজেলায় সম্মেলন করার মতো পরিবেশ নেই। চলমান কমিটিগুলোকে অকার্যকর ব্যর্থ ও অযোগ্য বলে উপস্থাপন করে কেউ কেউ আহ্বায়ক কমিটি গঠনে সক্রিয় আছেন। আমরা দৃঢ়তার সাথে তার প্রতিবাদ জানাই। কেন্দ্র ও জেলা নেতৃবৃন্দের কাছে আমাদের প্রাণের দাবি সম্মেলনের মাধ্যমে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ শাখা ও তার সকল ইউনিট কমিটি গঠন করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহীদুল হক সরকার, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকুনজ্জামান পল্লব, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তুর প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।