কেন্দুয়ায় অগ্নিকান্ডে ১৩ পরিবার নিঃস্ব : ৬২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় সূত্র জানান ক্ষয়ক্ষতির পরিমান ৬২ লাখ ৯৫ হাজার টাকা । ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে। খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় এমপি অসীম কুমার উকিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, পৌর সভার মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, ওসি(তদন্ত) রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা প্রমূখ।

শনিবার (১৯ অক্টোবর) সকালে সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা আ: হাই সেলিম, ক্ষতিগ্রস্থ গিয়াস উদ্দিন, জুলহাস উদ্দিনসহ অন্যরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সাগুলী গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির আব্দুল হাইয়ের বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে যায়। মূহুর্তেই সাড়া বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্থদের তালিকা করেছি। তাতে ১৩টি পরিবারের ৬২ লাখ ৯৫ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা হলেন- গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম, শাহিন মিয়া, জুলহাস উদ্দিন, আসাব উদ্দিন, হুমায়ুন কবির, আব্দুল হাই, আফিল উদ্দিন, তাহের উদ্দিন, মাজন মিয়া, আসন কুলি, আল আমিন, সোহাগ মিয়া।

অপরদিকে ফায়ার সার্ভিস,কেন্দুয়া ইউনিটের দায়িত্বে থাকা শওকত আলী খান জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লাখ টাকার মতো ধারনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম বলেন, অগ্নিকান্ড গ্রামটি পরিদর্শন করেছি এবং প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে কিছু সহযোগিতা করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।