ধর্মপাশায় পরিবার কল্যাণ সহকারী সমিতির সংবাদ সম্মেলন ও মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের ত্রিমুখী মোড় এলাকায় থাকা ধর্মপাশা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির ধর্মপাশা উপজেলা শাখার পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির ধর্মপাশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পরিবার কল্যাণ সহকারী উম্মে জাকিয়া।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, পরিবার কল্যাণ সহকারী পদটি তৃতীয় শ্রেণির পদ মর্যাদা সম্পন্ন জেনেই তাঁরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শ্রেণি প্রথা উঠিয়ে দেওয়া স্বত্তেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪সেপ্টেম্বর ২০১৯এ ৫৯.১১.০০০০.১১০.২০১৮-২৩৭৪নং স্মারকে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল চালিকা শক্তি সাড়ে ২৩হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণিতে চিহিৃত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এটি করে আমাদের কে অবমাননা করা হয়েছে। তাই জারিকৃত পত্রটি অবিলম্বে প্রত্যাহার করার যথাযথ ব্যবস্থা গ্রহণে তাঁরা বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও পরিবার কল্যাণ সহকারী হীরা রানী ভৌমিক। অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ সহকারি মাজেদা বেগম,আছমা আক্তার,রোকেয়া আক্তার, নাজমা বেগম,কল্পনা বেগম,চম্পা রানী,লিপি রানী,ফরিদা আক্তার,পারুল আক্তার,তন্বী রানী,শিলা রানী,কামরুন্নাহার,শামীমা বেগম প্রমুখ। একই দাবিতে তাঁরা ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।