নেত্রকোণায় উইকিপিডিয়া বিষয়ক মতবিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রম

বিশেষ প্রতিনিধি: উইকিপিডিয়ার সম্পাদনা ও পাঠ সম্পর্কে “উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম বিষয়ক মতবিনিময় ও হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম” নেত্রকোণা শহরের দৈনিক বাংলার নেত্র কার্যালয়ে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রমে বাংলা উইকিপিডিয়ান অনুপ সাদি ও দোলন প্রভা “উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম, নেত্রকোণা” সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও ল্যাপটপের মাধ্যমে তাদেরকে উইকিপিডিয়ায় তৈরি করা বিষয়ভিত্তিক কিছু নিবন্ধ দেখানো হয়। পরে নিবন্ধ কিভাবে তৈরি করা যায়, কিভাবে সম্প্রসারণ করা যায়, উইকিপিডিয়া ব্যবহার সম্পৃক্ত ইত্যাদি বিষয় নিয়ে কথা বিস্তারিত হয়।এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা ও দর্শন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।
শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারী কলেজের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রী কচি, জেরিন, শাওন, বিশ্বজিৎ; দর্শন বিভাগের আবুবকর সিদ্দিক নাদিম, আহম্মেদ তানভীর মোকাম্মেল। এছাড়াও উপস্থিত ছিলেন গল্পকার পুরবী সম্মানিত,নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ছাত্রী আয়েশা আকতার আশা এবং অভিভাবক সজীব সরকার রতন।
বক্তারা বলেন, উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষামূলক তথ্যবহুল প্লাটফর্ম তৈরি করা। যেখানে ছাত্র শিক্ষকসহ প্রতিটি মানুষ নির্দ্বিধায় নিজেদের সমস্ত জ্ঞানকে অন্যের সাথে ভাগ করে নিতে পারে। উল্লেখ্য বাংলা উইকিপিডিয়া হলো ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’ দ্বারা পরিচালিত উন্মুক্ত অনলাইন বিশ্ব কোষের বাংলা সংস্করণ। এই উইকিপিডিয়ায় অনেকের ছোট ছোট অবদান মিলে তৈরি হয় একটি সুন্দর তথ্যবহুল নিবন্ধ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।