দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে কাওসার নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় এলাকায় কাওসারের মোটরসাইকেল গ্যারেজে গিয়ে স্থানীয় সুসং ডিগ্রি কলেজ শাখার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সাহসসহ কয়েক জন দুর্বৃত্ত কুপিয়ে তাকে গুরুতর আহত করে। কাওসারের পিতা মৃৃত আলাল উদ্দিন তালুকদার।  তার গ্রামের বাাড়ি দুুুুুর্গাপুরের গুজিরকোণা গ্রামে। রাত একটার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় জেলা বিএনপির সহ সভাপতি আবুচান সহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।