আটপাড়ায় চেয়ারম্যান পদে হাজী খায়রুল ইসলাম নৌকা প্রতীকে বেসরকারিভাবে জয়ী

বিশেষ প্রতিনিধি : পঞ্চম ধাপের শেষ পর্বের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার আটপাড়ায় নৌকা প্রতীকের প্রার্থী খায়রুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপিসহ পাঁচজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় খাইরুল ইসলাম নৌকা প্রতীকে ২২ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আটপাড়া উপজেলার সাতটি ইউনিয়নে ১ লাখ ৮ হাজার ৯৭৭ জন ভোটার রয়েছেন। এরমধ্যে নারী ভোটার ৫৪ হাজার ৭৭১ এবং পরুষ ভোটার ৫৪ হাজার ৫০৬ জন।

খায়রুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন- ঘোড়া প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির লিটন। তিনি পেয়েছেন ১৩ হাজার ২৪১ ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী তৌছিফুল ইসলাম খান ১০ হাজার ৭৭৫ ভোট পান।

এদিন সকাল নয়টা থেকে উপজেলার সবকটি
ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। ৫৩টি কেন্দ্রে ২৪৪ টি কক্ষে বিকেল পাঁচটা নাগাদ নিরবিচ্ছিন্ন চলে ভোটগ্রহণ। এতে ৫৩ জন প্রিজাইডিং অফিসারের পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলো ২৪৪ জন সহকারী প্রিজাইডিং ও ৪৮৮ জন পোলিং অফিসার।

এছাড়াও জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, ‘ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। নির্বাচনে ৮৪০ পুলিশ, ৫৫ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য, ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যসহ ১ হাজার ৬৪০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালন করেছেন। সকলের প্রচেষ্টায় শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।