
বিশেষ প্রতিনিধি: দুনীর্তিমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও নিয়োগ পরীক্ষার সভাপতি মঈনউল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ পক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। এ নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কেউ যাতে আর্থিক লেনদেনে না জড়ায় তার জন্য তিনি অভিভাবকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানান।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোঃ ওবায়দুল্লাহ বলেন, নেত্রকোণা জেলায় ২৮৯টি শুন্য পদে ৪২ হাজার ৭ শত ৬৪ জন লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করে ৭ শত ৩৩ জন উর্ত্তীণ হন। এর মধ্যে ৬ শত ৭৯ জন মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের জন্য তাদের প্রয়োজনীয় কাগজপত্র কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। তিনি আরো জানান, ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎসাহী শিক্ষানুরাগী হিসেবে নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম মৌখিক পরীক্ষা আর্থিক লেনদেন ও কোন রূপ তদবির ছাড়াই সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান।