নেত্রকোনায় ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশ নেত্রকোণা শাখার উদ্যোগে রোববার আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম। তিনি ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির অংশ গ্রহণ কারীদের বাড়ি পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে বৈঠক করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: তাজুল ইসলাম খান, সহকারী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আলাল উদ্দিন, চল্লিশা ইউপি চেয়ারম্যান মো: আব্দুর জব্বার ফকির, রৈাহা ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম বাতেন, জেলা ব্র্যাক প্রতিনিধি প্রবাল কুমার সাহা, জোনাল ম্যানেজার ইউপিজি মো: কামরুল ইসলাম, আর এম মো; রিজাউল করিম ও মো: রাশেদুল ইসলাম সহ প্রমুখ।
জেলা ব্র্যাক প্রতিনিধি প্রবাল কুমার সাহা জানান,নেত্রকোণা জেলায় ২০০৩ সালে আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়। ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত জেলাটির ২৭৮৬৯ টি অতিদরিদ্র পরিবার ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছে। ২০১৯ সালে নেত্রকোনা জেলায় এই কর্মসূচিটিতে অংশ নিচ্ছে ০৮টি উপজেলার ১৯২৮ টি অতিদরিদ্র পরিবার। ২০০২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের ৪৭টি জেলার বিশ লক্ষের বেশি অতিদরিদ্র পরিবার আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছেন যাদের ৯৫% কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘ মেয়াদে আর্থসামাজিক উন্নয়নের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে।
এসময় জেলা প্রশাসক মঈনউল ইসলাম ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করে সুবিধাভোগি পরিবারের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।