
খালিজুরী প্রতিনিধি: নেত্রকোনার খালিজুরী উপজেলায় অটো রিকশা চুরি যাওয়া ছয় ঘন্টার মধ্যে তা উদ্ধার করতে পেরেছে পুলিশ। এ সময় চুরির সাথে জড়িত সাগর (২৮) নামে একজন আটক করা হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের ছোটহাটি গ্রামের মাষ্টার আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক।
তিনি বলেন, শনিবার সকাল ৭টার দিকে উপজেলার পুরাতন মসজিদে কাছ থেকে সদর ইউনিয়নের উত্তরপাড়ার জাসদ মিয়ার অটো রিকশাটি চুরি হয়ে যায়। জাসদ মিয়া থানায় অভিযোগ দায়ের পর পুলিশ অভিযান শুরু করে। উপজেলার থেকে প্রায় ৩/৪ কি.মি. দূরত্বে ছোটহাটি গ্রামে অভিযান পরিচালনার সময় ওই দিন দুপুর দেড়টার দিকে সাগরের নিজ বাড়ি থেকে অটো সহ তাকে আটক করা হয়। এব্যাপারে মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানান।