বাংলাদেশ সেবা ফাউন্ডেশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ সেবা ফাউন্ডেশন নেত্রকোনা জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকাল ৫ টায় মসজিদ কোয়ার্টারস্থ ইউসিসি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেবা ফাউন্ডেশন নেত্রকোনা জেলা শাখার আহবায়ক মোঃ আল আমিনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল আলম খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এস এম শাহীন, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান আসাদ, ত্রাণ সম্পাদক মোঃ মনির হোসেন, সদস্য মোঃ নাসির উদ্দিন ও জাকির হোসেন রাজু প্রমূখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশ মাটি ও মানুষের কল্যাণে কাজ করার জন্য বাংলাদেশ সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। এটি মূলত অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মূলত গরীব অসহায় মানুষের মাঝে শিক্ষা সেবা, আইনী সেবা ও কর্মসংস্থানের সেবা পৌছে দিতে কাজ করে যাচ্ছে। নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে সেবার মনোভাব নিয়ে সেবা ফাউন্ডেশনের হয়ে কাজ করার অনুরোধ জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।