মোহনগঞ্জে শিশুর ভাঙা পা রেখে ভালো পায়ে প্লাস্টার!

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ হাসপাতালে ভুল চিকিৎসার স্বীকার প্রীতম নামে চার বছরের এক শিশু। বুধবার বিকালে খালীয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের পাথরা গ্রামে পরিতোষ সরকার তার চার বছরের শিশু সন্তান প্রীতমের ডান পা ভাঙ্গা অবস্থায় মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। ডা. সুবির সরকার প্রীতমের ডান পা ভাঙ্গা চিকিৎসায় ফ্লাষ্টারের জন্য জরুরী বিভাগে পাঠালে ডিউটিরত ডা.তানবীর হাসান জরুরী বিভাগে উপস্থিত না থাকায় ওযার্ডবয় জামাল মিয়া বিষয়টি লক্ষ না করেই রোগীর ভাঙ্গা পা রেখে ভালো পা ফ্লাষ্টার করে দেয়।
রাতে শিশুটির অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে নিয়ে তার বাবা মোহনগঞ্জ হাসপাতালে পুনরায় আসেন। জরুরী বিভাগের ময়না নামে চতুর্থ শ্রেণীর এক কর্মচারী প্রীতমের ভাল পায়ের ফ্লাষ্টার খোলে ভাঙ্গা পা ফ্লাষ্টার করে দেয়। টি এইচ ও নুর মোহাম্মদ শামছুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।