
বিশেষ প্রতিনিধি: বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অনুষ্ঠিত হয়েছে।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণা প্রেসক্লাবের সামনের বুধবার সকাল সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে এ বর্বরোচিত হত্যাকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, হাসিব খান রাফি, আরেফিন সানি, তোফায়েল খান শায়ন, মার্জিয়া আক্তার, সারোয়ার জাহান সানা, সজিব হাসান শেখ, অনিক তালুকদার, আব্দুন নূর ও ইমরান খান।
অপরদিকে নেত্রকোণা জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার সকাল ১০ টার দিকে বিক্ষোভ মিছিলটি ছোটবাজারস্থ জেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদকিক্ষণ করে পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সিঃ সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, শামসুল হুদা শামীম, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান প্রমূখ।