
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার গোয়েন্দা (ডিবি) পুলিশ মঙ্গলবারপ ভোরে মদন উপজেলার উচিতপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ সাকিম মিয়া (২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোণা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ নুর এ আলম সাংবাদিকদের জানান, পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের কামাল মিয়ার ছেলে সাকিম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। সাকিম ইয়াবার একটি চালান নিয়ে বাজিতপুর থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে এ ধরণের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় মামলা দায়েরের পর বিকালে তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।